সদ্যই বাবা হয়েছেন গৌরব! জন্মের ৬ দিনের মাথায় খুদে একরত্তিকে প্রকাশ্যে আনলেন অভিনেতা

গৌরব মণ্ডল

২৭ জুন, শুক্রবার রথযাত্রার দিন গৌরব-চিন্তামণি’র ঘর আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান। এদিন ব্রজভূমি থেকে সন্তান আসার সুখবর ভাগ করে নিয়েছিলেন এই দম্পতি। বৃন্দাবনেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন চিন্তামণি।

মেয়ের বয়স মাত্র ৬ দিন। এরমধ্যেই সামনে আনলেন মেয়ের ছবি। সম্প্রতি অভিনেতা গৌরব মণ্ডল সমাজমাধ্যমের পাতায় কিছু ছবি শেয়ার করেন। সেখানেই দেখা মেলে একরত্তির। এমনকি বাবা গৌরবের কোলে খুদে কে খেলা করতে দেখা যায়। মেয়ে কে কোলে নিয়ে গৌরব কে বলতে শোনা যায়, ‘বাবা তোমাকে ভালোবাসে।’

গৌরব মণ্ডল

ভিডিওতে খুদে একরত্তির সাইড ফেস দেখা গেলেও সম্পুর্ন মুখ এখনও পর্যন্ত সামনে আনেননি গৌরব-ডায়না। ২০২৫ সালের জানুয়ারি মাসে, বৃন্দাবনেই বিয়ে সারেন গৌরব-চিন্তামণি। এই মুহূর্তে তারা দুজনেই বৃন্দাবোনের বাসিন্দা। ছোটপর্দায় এখন আর গৌরবকে দেখা না গেলেও মাঝেমধ্যেই নিজেদের নানা ভিডিও ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে থাকেন অভিনেতা।