অভিনেতা গৌরব রায় চৌধুরী, টেলি পর্দার জনপ্রিয় মুখ। পিলু ধারাবাহিকে আহির চরিত্রে, রাঙা বউ ধারাবাহিকে কুশ চরিত্রে বিপুল জনপ্রিয়তার পর পর্দায় এখন পূবের ময়না ধারাবাহিকের রোদ্দুর চরিত্রে দর্শকের মন ছুঁয়েছে অভিনেতা।
অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, সেই কষ্ট বুকে নিয়েই অনেকটা পথ অতিক্রম করেছেন গৌরব। প্রত্যেক বছরের মত এবছরও বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাবার উদ্দেশ্যে চিঠি লিখলেন অভিনেতা।
এদিন ইনস্টাগ্রামে বাবার একাধিক ছবি পোস্ট করে গৌরব লেখেন, ‘জানি অনেক বছর পেরোল, আজ সেই দিন যেদিন তুমি সমস্ত দায়িত্ব আমার উপর ছেড়ে দিয়ে চলে গেলে অন্য জগতে। তুমি তো জীবনটাই দেখলে না। এই সুন্দর পৃথিবীকে দেখলে না। এটা সত্যিই তোমার দুর্ভাগ্য।’
চিঠিতে গৌরব বাবার মত গোঁফ না রাখতে পারার কারণ হিসাবে লিখলেন, ‘সরি আমি তোমার মতো গোঁফ রাখতে পারলাম না। এখন দাড়ি রাখার যুগ। চেষ্টা করেছিলাম, ছবিতে দেখো। কিন্তু খুবই বোকা বোকা লাগছিল। দর্শকরাই রিজেক্ট করে দিয়েছে।’
বাবার স্মৃতিতে আবেগঘন বার্তায় অভিনেতা চিঠির শেষে লেখেন, ‘জানি আমরা এক আত্মা ছিলাম। কিন্তু তোমায় একটু অপেক্ষা করতে হবে। আমার সময় দেরি আছে। আমি যাওয়ার কথায় দাঁড়ি টেনেছি। অনেক কাজ নাকি আছে, কারণ আমি একবার গেলে ফিরব না। আমি জানি মুক্তির মানে কি। ভালো থেকো বাবা। তুমি আমার মধ্যেই থাকবে। আমি কারও সঙ্গে তোমায় ভাগ করব না।’
তার পোস্টে অনেকেই তাকে সমবেদনা জানিয়েছেন, ভালো থাকার বার্তাও জানিয়েছেন অনেকেই।
View this post on Instagram