বাবার মৃত্যু বার্ষিকীতে আবেগপ্রবণ অভিনেতা গৌরব রায় চৌধুরী। খুবই অল্প বয়েসে বাবকে হারান অভিনেতা। বাবা চলে যাওয়ার পর থেকে মা’কে আগলে রেখেছে সে। কিন্তু বাবা’র শূন্যতা কি পূরণ হয়? হয়নি গৌরবের জীবনে। বাবা আজ নেই। কিন্তু রয়েছে তার স্মৃতি। সেই স্মৃতি আজও তাজা। বাবার মতোই একজন ‘জেন্টেল ম্যান’ হওয়ার চেষ্টা করেছে অভিনেতা।
প্রত্যেক বছর ২৪ শে মার্চ বাবার জন্য চিঠি লেখেন গৌরব। এবছরও ব্যতিক্রম হয়নি। বাবার স্মৃতিতে আবার কলম ধরলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বাবার উদ্দেশে লম্বা পোস্ট, তার পোস্ট দেখে চোখে জল ধরে রাখতে পারেনি নেটিজেনরা। অভিনেতার কষ্টে সমবেদনা জানিয়েছেন অগণিত মানুষ।
সোশ্যাল মিডিয়ায় বাবার ছবি শেয়ার করে গৌরব লেখেন, “প্রিয় বাবা, আজ ২৪ শে মার্চ প্রত্যেক বছর চিঠি লিখি আজও লিখলাম তবে benglish-এ না হলে তোমার গিন্নি বুঝে গেলে আবার দুঃখের পরিমাণ বেড়ে যাবে। যেটা আমি চাই না কখনই…যাকগে…যত দিন যাচ্ছে আমি কিন্তু তোমার থেকেও বেশি ভদ্রলোক হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছি। তোমার কাছে ভদ্রলোক মানে যা, যার কোনও অহংকার নেই, সৎ, তারকা সুলভ ব্যবহার নেই…সাধারণভাবে বাঁচা আর কাজটা অসাধারণ করা…সেই চেষ্টায় আমি প্রতিনিয়ত আছি। মা এখনও রোগা হচ্ছে না লুকিয়ে লুকিয়ে ভাত খায়। মা খুশিতে আছে। যেটা আমি চেয়েছিলাম। তার মাঝে অনেক ঝড়-মেঘলা-ভালো-খারাপ দিন এসেছে আমি ছাতা নিয়ে দাঁড়িয়েছি। হ্যাঁ তোমার মতন মাথার ছাদ হওয়ার যোগ্যতা হয়নি”।
অভিনেতা আরও লেখেন, “তুমি স্বপ্ন দেখতে ভয় পেতে, কারণ তুমি অসুস্থ ছিলে। আমিও অসুস্থ এখনও কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করিনি। তোমার চলে যাওয়াটা যেমন আমার শৈশব কেড়ে নিয়েছে…আবার আমি আসতে আসতে এতগুলো বছর আমার শৈশবগুলো নিজের মতন করে ফিরিয়ে নিয়েছি। আমি আমার জগতে খুব খুশি…শুধু আমার জগৎ এর শিলমোহরটা তোমায় উপহার দিতে চেয়েছিলাম কিন্তু তোমার তো বড্ড তাড়া ছিল। জীবনে এমন কিছু করে যাব যাতে তোমাদের নামও আজীবন মনে রাখবে এই মাটি…সুস্থ থেকো…ভালো থেকো…আমার স্বপ্নে এসো। মায়ের নয়…এটা আর্জি রইল…কারণ মায়ের গল্পে আমি একমাত্র তার খুশির ইনধন”।