অভিনেতা ফাহিম মির্জা বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় মুখ। ফুলকি ধারাবাহিকে অংশুমান চরিত্রে অভিনয় করে দারুন জনপ্রিয়তা লাভ করেছেন। এর আগে ইচ্ছে পুতুল ধারাবাহিকে ভিলেন চরিত্রেও প্রশংসা পেয়েছেন।
তবে এবার জি-বাংলার আরও একটি জনপ্রিয় মেগা ধারাবাহিকে এন্ট্রি নিলেন ফাহিম। একজন বড় নেতার চরিত্রে দেখা মিলবে তার। মিত্তির বাড়ি ধারাবাহিকে পা রাখছেন ফাহিম।
সবচেয়ে আকর্ষণীয় বিষয়, মিঠাই ধারাবাহিকের পর আবার আদৃত আর ফাহিমকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। জি-বাংলা অফিশিয়াল পেজে সেই প্রোমো সামনে আসতেই বেজায় খুশি হয়েছেন দর্শকেরা।
View this post on Instagram