অভিনেতা ফাহিম মির্জা ছোটপর্দার একজন জনপ্রিয় মুখ। বিগত কয়েক বছর ধরে তিনি যেই ধারাবাহিকগুলিতে অভিনয় করছেন খ্যাতি অর্জন করছেন। যেমন মিঠাই, পিলু, ইচ্ছে পুতুল মতো ধারাবাহিকে তার চরিত্রগুলি দর্শকমহলে ভালো সাফল্য পেয়েছে।
বর্তমানে অভিনয় করছেন জি-বাংলার ফুলকি ধারাবাহিকে। তাকে দেখা যাচ্ছে পুলিশ অফিসার অংশুমানের চরিত্রে। বলাই বাহুল্য, নায়ক-নায়িকার পাশাপাশি পারমিতা আর অংশুমানের জুটি দর্শকমহলে ভালো জনপ্রিয়তা লাভ করেছে।
তবে এবার আর পার্শ্বচরিত্রে নয় বরং নায়কের চরিত্রে একটি জনপ্রিয় ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন। আকাশ আটের জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘চ্যাটার্জি বাড়ির মেয়েরা’। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে। অভিনেত্রী স্নেহা দেবের বিপরীতে নায়ক হিসাবে দেখা যাবে তার। তাহলে কি ফুলকি ধারাবাহিক ছেড়ে দেবে ফাহিম? সেই বিষয়ে এখনো কোনও আপডেট মেলেনি।
Instagram-এ এই পোস্টটি দেখুন