করোনা আক্রান্ত দ্বৈপায়ন দাস । আইসোলেশন থেকে নিজের মনের কথা প্রকাশ করলেন। তার কাছে সবচেয়ে কঠিন কাজ ছেলের থেকে দূরে থাকা। তাই মিস করছেন নিজের ছোট ছেলেকে।
অভিনেতা দ্বৈপায়ন দাস জ্বর এবং কাশি থাকার জন্য করোনা পরীক্ষা করেন এবং তার রিপোর্ট পজেটিভ আসে। অভিনেতা জানান, “আমি জ্বর আসার পরেই নিজেই সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। আমার স্ত্রী পায়েলের রিপোর্ট নেগেটিভ। ছেলেও সুস্থ রয়েছে। কিন্তু আইসোলেশন কঠিন মুহূর্ত হল নিজের ছেলেকে ভিডিও কলে দেখতে হচ্ছে”।
দ্বৈপায়ন এপ্রিলের মাঝামাঝি সময়ে “এই পথ যদি না শেষ হয়” ধারাবাহিকে শুটিং করেছিলেন। অভিনেতা জানান “আমি আমার ছেলেকে আমার বাবা-মায়ের কাছে পাঠিয়েছি, তারা একই কমপ্লেক্সে থাকে। আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি”।
অভিনেতা খুশি যে এত লোক কোভিড-আক্রান্ত পরিবারগুলিকে সাহায্য করার জন্য দিনরাত কাজ করে। তিনি বলেন “আমরা সবাই এই যুদ্ধে একসাথে আছি। আমরা গড়িয়ার একটি ফ্ল্যাটে থাকি এবং সেখানকার কমিউনিটি হলটি সেফ হোমে পরিণত হয়েছে। তারা আশ্বাস দেওয়ার চেষ্টা করছেন কেউ অসুস্থ হয়ে পড়েন তার প্রাথমিক চিকিৎসা সেখানে হবে – সে অক্সিজেন হোক বা ডাক্তারের হস্তক্ষেপ – যতক্ষণ না সে হাসপাতালে ভর্তি হয়। সমস্ত বাসিন্দা এই প্রয়াসে যোগ দিতে এগিয়ে এসেছেন”।