জি-বাংলার নতুন ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’। সবেমত্র চলতি সপ্তাহে টিআরপির দশম স্থানে উঠে এসেছে আদৃত রায়ের এই মেগা ধারাবাহিক। আদৃত রায়ের ধারাবাহিক হিসাবে এই মেগাকে নিয়ে নির্মাতাদের প্রত্যাশা ছিল প্রচুর। তবে ধারাবাহিক শুরু হওয়ার পর থেকে টিআরপি তুলতে ব্যর্থ হয়।
এই প্রথমবার টিআরপি দশম স্থানে জায়গা নিতে পেরেছে এই মেগা। আর তার মধ্যেই খারাপ শোনা যাচ্ছে এই ধারাবাহিক ঘিরে। ধারাবাহিক ছেড়ে দিলেন এক প্রধান অভিনেতা। কে তিনি?
এই ধারাবাহিকে আদৃত রায়ের দাদুর চরিত্রে অভিনয় করছিলেন অভিনেতা দুলাল লাহিড়ী। কিন্তু বেশ কিছুদিন ধরে এই ধারাবাহিকে দেখা যাচ্ছে না তাকে। নায়ক-নায়িকার বিয়ের এপিসোডগুলিতেও তাকে দেখা যায়নি। তাহলে কি ধারাবাহিক ছেড়ে দিলেন অভিনেতা?
সূত্রের খবর অনুযায়ী, বর্ষীয়ান অভিনেতা দুলাল লাহিড়ী অসুস্থ রয়েছেন। গত আগস্ট মাসেই পা এর লিগামেন্ট অপারেশন হয়েছে। তাই ডাক্তারের পরামর্শে এখন তিনি বাড়িতে বিশ্রামে রয়েছেন। আদেও ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে তিনি আর ফিরবেন কিনা জানা নেই।