অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায় বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ। এই মুহূর্তে দর্শক তাকে চেনেন ‘পরিণীতা’ ধারাবাহিকের গোপাল চরিত্রে। রুক্মিণী আর গোপালের জুটি প্রধান জুটির পাশাপাশি দর্শকের প্রশংসা পাচ্ছে।
বহু বছর ধরে বাংলা বিনোদন দুনিয়ায় কাজ করছেন দ্রোণ। তবে জনপ্রিয়তা পান ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের সুবাদে। মানালি দে’র বিপরীতে পরাগ চরিত্রে অভিনয় করে তার ক্যারিয়ার গ্রাফ পাল্টে যায়।
বরাবর নিজের অভিনয় সত্ত্বার পরিচিয় দিয়ে এসেছেন তিনি। তবে জানেন কি অভিনয়ে আসার আগে নিজের নাম বদলে ফেলেন। তার আসল নয় দ্রোণ নয়, বরং অভিনেতার আসল নাম প্রিয়দর্শী মুখোপাধ্যায়।
প্রিয়দর্শী নামটা বলতে অসুবিধা হওয়ার জন্য নিজের নাম পাল্টে দ্রোণ রাখেন। দ্রোণ নামটা শুধু মাত্র সিরিয়াল-সিনেমার জন্য। বাকি অফিশিয়াল সমস্ত কিছু প্রিয়দর্শী নামেই।