‘একটা সময় হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছি…সেদিন থেকে ঠিক করি’, অপমান নিয়ে মুখ খুললেন অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়

অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়

সিরিয়ালপ্রেমীদের ঘরে ঘরে তিনি এখন গোপাল হিসাবে পরিচিত। আশাকরি, বুঝতে পেরেছেন কার কথা বলা হচ্ছে? হ্যাঁ, অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়। বর্তমানে পরিণীতা ধারাবাহিকে তার অভিনয় প্রশংসিত হচ্ছে দর্শকমহলে। তবে গোপাল চরিত্রে মৃত্যু দেখিয়ে তার পার্ট শেষ করা হচ্ছে ধারাবাহিকে।

পর্দার গোপালের মৃত্যুতে কাঁদছেন দর্শক, দ্রোণের কাছে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? এর আগে ‘কার কাছে কই মনের কাছে’ ধারাবাহিকে নায়ক হয়ে দর্শকের মন জিতেছিলে। তবে আজ ইন্ডাস্ট্রিতে একসময় জুটেছিল চরম অপমান।

টেলি টক নামক এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে অভিনেতা সেই অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছিলেন। অভিনেতা জানান, “কোন একটি গল্পে লিড কাস্টে অভিনয় করছিলেন দ্রোণ মুখার্জি। বিপরীতে থাকা অভিনেত্রীর সঙ্গে কোন একটি ইমশনাল সিন শেষে একে অপরের সঙ্গে কথাবার্তা বলছিলেন অভিনেতা। আর সেই মুহূর্তেই পরিচালক এসে দু-চার কথা শুনিয়ে দেয় অভিনেতাকে। রোজ অটো করে ফেরা সেই ছেলেটি সেদিন ঠিক করে ট্যাক্সি করে ফিরবে এবং সেদিনের তার কি ভুল ছিল তা বুঝতে না পেরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ফিরেছিলেন দ্রোণ মুখার্জি। তারপর থেকে আর কাজের জন্য পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে।”