‘আমি তো আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে…অভিনয়ের জন্য ডাক পাইনা’, অভিনয় জগতে কাজ না পাওয়ার আসল কারণ জানালেন স্বয়ং অভিনেতা ধীমান ভট্টাচার্য

ধীমান ভট্টাচার্য
সুত্রঃ binodonxp . com

বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া নিয়ে অনেক অভিনেতা-অভিনেত্রীদের ভুগতে হচ্ছে। আজকাল সোশ্যাল মিডিয়ায় প্রায়শই খবর মিলছে বহু অভিনেতা-অভিনেত্রীরা কাজ পাচ্ছেন না। এবার সেই তালিকায় নাম রয়েছে জনপ্রিয় অভিনেতা হলেন ধীমান ভট্টাচার্য ওরফে জ্যাক।

একাধিক বাংলা ধারাবাহিকে ধীমান কে অভিনয় করতে দেখেছেন আপনারা। বেশ হিট মেগায় বিভিন্ন রকমের জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন। দর্শকের প্রশংসাও কুড়িয়েছেন। কিন্তু ইন্ডাস্ট্রির রাজনীতির চক্করে অভিনয় জগত থেকে হারিয়ে গেছেন। এক সাক্ষাৎকারে সেই আক্ষেপের কথাই তুলে ধরলেন অভিনেতা।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতাতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন। তাও সাময়িক সময়ের জন্য। এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি। একসময় একাধিক ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করে থাকলেও আজ তার হাতে কাজ নেই। কাজের পরিমাণ যেভাবে কমেছে সাইড রোলের সুযোগও নেই।

এক সাক্ষাৎকারে আক্ষেপের সাথে অভিনেতা জানান, ‘এই মুহূর্তে সেভাবে আর অভিনয়ের জন্য ডাক পাইনা। আমি তো আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে পারি না আমি অভিনয় করতে চাই তাই সেভাবে কাজের পরিমাণ কমে আসছে।’

সূত্রঃ https://binodonxp . com/entertainment/serial/actor-dhiman-shares-the-pain-of-not-getting-work-33724