‘তোমাকে নিয়ে গর্বিত ইধিকা’! ইধিকা’র প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং অভিনেতা দেব

অভিনেতা দেব

অভিনেত্রী ইধিকা পাল বর্তমানে বড়পর্দায় চুটিয়ে কাজ করছেন। ছোটপর্দায় নিজের অভিনয়ের জাদুতেই দর্শকের মন জিতেছিলেন। এখন বড়পর্দার দর্শকের মন কাড়ছেন।

ইধিকা মানেই কি সিনেমা হিট? বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমা করে ওপার বাংলায় ঝড় তুলেছিলেন। এরপর দেবের খদান ছবিতে অভিনয় করে আবার ছয় ছক্কা হাঁকায়। তার অভিনীত সেই ধারাবাহিকও বক্স অফিসে সুপার হিট।

ইধিকা যে সত্যিই দুর্দান্ত অভিনয় করে সেটা অনেক আগেই তিনি ছোটপর্দায় প্রমাণ করে দিয়েছেন। তাই তো আবার দেব নিজের সিনেমার জন্য ইধিকাকে সুযোগ করে দিলেন। দেবের পরবর্তী সিনেমা ‘রঘু ডাকাত’-এ থাকতে চলেছেন ইধিকা।

ইধিকার প্রশংসায় স্বয়ং অভিনেতা দেব। সোশ্যাল মিডিয়ায় ইধিকার সাথে ছবি দিয়ে দেব লেখেন, ‘আমাদের ঘরে কিশোরী আছে। ভীষণ খুশি আর গর্বিত তোমাকে নিয়ে ইধিকা।’

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)