‘গোল্ড মেডেল পাওয়ার পর ওর খিদে বেড়ে যায়, অভিনয় জগতে আসতে চায়নি কখনোই’, মেয়েকে নিয়ে গর্বিত অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী

অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী

নব্বইয়ের দশকে একজন জনপ্রিয় নায়ক চিরঞ্জিত চক্রবর্তী। যিনি দর্শকদের একাধিক সিনেমা উপহার দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনে তিনি একজন আদর্শ পুরুষ। স্ত্রী  রত্নাবলী এবং মেয়ে দীপাবলি চক্রবর্তী তার জীবনের সবকিছু।

মেয়ের বিয়ের পর স্ত্রীকে নিয়েই তার সংসার। বাবা অভিনেতা হলেও মেয়ে লাইমলাইটে থাকতে কখনোই পছন্দ করেননি। বাবার মতো অভিনয় জগতে আসার আগ্রহ ছিল না দীপাবলির বরং পড়াশুনোয় আগ্রহ ছিল বরাবর। ভীষণ মেধাবী ছাত্রী চিরঞ্জিতের কন্যা। গোখলে মেমোরিয়াল গার্লস হাই স্কুলে পড়াশুনো করেছেন দীপাবলি। বেঙ্গালুরুতে গিয়ে ‘মাইক্রোবায়োলজি’ নিয়ে উচ্চশিক্ষা লাভ করেন। এমএসসি পাশ করে বিয়ে করেন।

সম্প্রতি চিরঞ্জিত চক্রবর্তীকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় তার মেয়ে অভিনয় ক্যারিয়ারকে কেন দূরে সরিয়ে রাখল। উত্তরে অভিনেতা বলেন “ও পড়াশুনো খুব ভালো, মেডেল পাওয়ার পর ওর খিদে আরও বেড়ে গেল। অভিনয়ে কখনোই আসতে চায়নি ও আর ওর এত পড়াশুনোর প্রতি মনোযোগ দেখে আমরা জোর করিনি। যারা পড়াশুনায় মোটামুটি বা অল্প ভালো তারা পেশা খোঁজে। কিন্তু যারা মেডেল পায় পড়াশুনোকেই জীবনের মূল উদ্দেশ্যে হিসাবে বেছে নেয়।”

সূত্রঃ https://tollygossip . com/entertainment-news/tollywood/chiranjeet-chakrabortys-daughter-deepabali-chakraborty-chose-academics-over-acting-55372