সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় আসছে এক নতুন মেগা ধারাবাহিক। আর এই মেগা ধারাবাহিকে ফিরতে চলেছেন অভিনেতা বিশ্বজিত্ ঘোষ। যাকে ‘মালাবদল’ ধারাবাহিকে শেষবারের মতো দেখা গিয়েছিল। আবার নতুন ধারাবাহিকের মাধ্যমে ফিরছেন তিনি।
এর আগে ‘কে আপন কে পর’, ‘খেলনা বাড়ি’ র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের প্রশংসা অর্জন করেছে।
তবে এবার নতুন ধারাবাহিকে একেবারে অন্য রুপে ধরা দেবেন বিশ্বজিত্ ঘোষ। সুত্রের খবর, তার বিপরীতে থাকবেন ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকের নায়িকা রনিতা দাস। তবে কোন চ্যানেলে এই ধারাবাহিক আসছে তা এখনো জানা যায়নি। ধারাবাহিকের নামও প্রকাশ পায়নি। এখনো প্রোমো শুটিং বাকি। তবে লুক টেস্ট সম্পন্ন হয়েছে বলেই খবর রয়েছে।