ধারাবাহিক থেকে বাদ পড়লেন অভিনেতা বিশ্বাবসু বিশ্বাস?

অভিনেতা বিশ্বাবসু বিশ্বাস

বাংলা ছোটপর্দার অত্যন্ত পরিচিত মুখ বিশ্বাবসু বিশ্বাস। ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এই মুহূর্তে জি-বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে ঊর্মির দাদা ভিকির চরিত্রে অভিনয় করছেন। তবে বেশ কিছুদিন ধরে এই চরিত্রটি দেখানো হচ্ছে না। যদিও সেই কারণ অজানা। তবে দর্শক ভিকি চরিত্রটিকে মিস করছে বহুদিন ধরে।

এসবের মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে,  ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক থেকে নাকি বাদ পড়েছেন অভিনেতা বিশ্বাবসু বিশ্বাস। এই গুঞ্জন কতটা সত্যি? এক সংবাদমাধ্যমের কাছে এই প্রসঙ্গে অভিনেতা জানান, “নিশ্চয়ই কোনও কারণ আছে যার জন্য নির্মাতারা ভিকি চরিত্রটিকে সরিয়ে রেখেছে”। অর্থাৎ তিনি নিজেও জানেন না আর ধারাবাহিকে ফিরবেন কিনা।

প্রসঙ্গত, ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে প্রথমে ভিকি চরিত্রে অভিনয় করতেন অভিনেতা অরিন্দ্য ব্যানার্জি। তিনি মাঝপথে বেরিয়ে যাওয়ায় সেই জায়গায় বিশ্বাবসুকে আনা হয়। এবার দেখার বিষয় ধারাবাহিকে ভিকি চরিত্রটি ফিরে আসে কিনা?

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here