‘দিন আনি দিন খাই…প্রতিবাদের কারণে যদি ‘ব্যান’ করা…’, অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে মুখ খুললেন অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায়

বিপ্লব বন্দ্যোপাধ্যায়

বহু বছর হল বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ বিপ্লব বন্দ্যোপাধ্যায়। স্টার জলসা থেকে জি বাংলা সব চ্যানেলেরই জনপ্রিয় ধারাবাহিকগুলোতে অভিনেতাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখেছে দর্শক। তবে তার অভিনয়ের হাতেখড়ি থিয়েটারের মঞ্চে। কলকাতার বিখ্যাত নাট্যদল ‘প্রাচ্য’-র অন্যতম প্রতিষ্ঠাতা তিনি।

অভিনেতা জানান, তাঁর রক্তে বইছে থিয়েটার। নাটকের দল ‘প্রাচ্য’-র মাধ্যমে তিনি দীর্ঘকাল ধরে সমাজসচেতনতামূলক কাজ করে আসছেন। কিন্তু ইদানীং সরকারি অনুদান বা হল পাওয়া নিয়ে থিয়েটার কর্মীদের যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তা নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

সাক্ষাৎকারে অভিনেতা জানান, তাঁর জীবনও সাধারণ মধ্যবিত্তের মতোই ‘দিন আনি দিন খাই’। অর্থনৈতিক অনিশ্চয়তা থাকলেও তিনি কখনও ক্ষমতার কাছে মাথা নত করতে রাজি হননি। অভিনয় পেশা হতে পারে, কিন্তু বিবেককে বিক্রি করা যায় না।

অভিনেতার মতে শিল্পীর সবচেয়ে বড় সম্পদ তাঁর শিরদাঁড়া, আর সেটা তিনি কোনো অবস্থাতেই হারাবেন না। অভিনেতা বলেন, ‘আমি জানি প্রতিবাদ করলে অনেক সময় কাজ হারাব, হয়তো আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হবে। কিন্তু দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাতে চাই। ব্যান হওয়া আমার কাছে পরাজয় নয়, বরং আদর্শে অনড় থাকার জয়।’ নাটকের প্রতি তার এই ভালোবাসার কারণে অনেক সময় তাকে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, তবুও তিনি আপস করতে নারাজ।

Previous article60 টি হুমায়ুন আহমেদের উক্তি । অনুপ্রেরণামূলক বাণী
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।