স্বপ্ন পূরণ হল অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের

ভাস্বর চট্টোপাধ্যায়

রথযাত্রায় স্বপ্ন পূরণ অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের। ‘ছোট থেকেই আশুতোষ মুখোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, সুবোধ ঘোষ এর বই পড়ে বড় হয়েছি। ওনাদের ছোটগল্প আমায় ভীষণ টানে। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম, একদিন তাদের মতো আমিও নানান ছোটগল্প লিখব।’ এমনটাই জানালেন অভিনেতা।

তবে কি স্বপ্ন পূরণ হল অভিনেতার? গত রবিবার রথযাত্রার দিনই প্রকাশিত হল তার অষ্টম বই ‘অল্প স্বল্প গল্প’। এই প্রসঙ্গে অভিনেতা তথা লেখক ভাস্বর চট্টোপাধ্যায় আনন্দবাজার অনলাইনকে জানালেন, ছোটগল্প লিখতে তার ভীষণ ভালো লাগে। এছারাও এই বইটিতে নয়টি নানা স্বাদের ছোটগল্পও রয়েছে। সোমবার থেকে কলেজ স্ট্রিটে তার নতুন বই পাওয়া যাবে বলে জানিয়েছেন ভাস্বর।

ভাস্বর চট্টোপাধ্যায়

গল্পের বিষয়ে খানিক আভাস দিতেই জানা যায় অভিনেতার গল্পের প্রেক্ষাপটে দুই দেশের শহিদের মায়ের যন্ত্রণা ফুটে উঠেছে। অন্য আরেকটিতে রয়েছে স্থূলকায়া মাকে নিয়ে এক ছেলের বিড়ম্বনা। গল্প জুড়ে রয়েছে রহস্য-রোমাঞ্চ। রয়েছে পাঁচ নারীর সংসার থেকে ছুটি নিয়ে পুরী বেড়াতে যাওয়ার গল্পও।

অভিনেতা- লেখকের কথায়, ছোট পরিসরে একটা গল্প লিখতে তার প্রতিটা পড়বে আনতে হয় কিছু রহস্য তা নাহলে পাঠক গল্প পড়ার আগ্রহটাই হারিয়ে ফেলবে।