আসছে রূপকথার গল্প, নায়কের চরিত্রে থাকবেন জি-বাংলার জনপ্রিয় অভিনেতা

অভিনেতা অয়ন ঘোষ

বাংলা টেলিভিশন চ্যানেলগুলো প্রতিনিয়ত নিত্য নতুন গল্পের ভান্ডার নিয়ে হাজির হচ্ছে। চলতি বছরে একগুচ্ছ নতুন ধারাবাহিক পর্দায় এসেছে। সান বাংলার নিয়ে আসছে রাজকন্যা রূপমতীর গল্পে। ধারাবাহিকের নাম ‘রুপমতী’।

সাংসারিক কুটকাচালি বাদ দিয়ে রাজা-রানী-রাজকন্যা আর রাজপাটের কাহিনি নিয়ে আসছে এই মেগা। ধারাবাহিকের মুখ্য চরিত্রে থাকবেন জয়িতা সান্যাল। টেলিপাড়ার নতুন মুখ। এর আগে পার্শ্বচরিত্রে কাজ করেছেন। তবে নায়িকা চরিত্রে প্রথমবার কাজ করবেন জয়ীতা।

তবে ধারাবাহিকে রুপমতি অর্থাৎ জয়ীতার নায়ক কে? সুত্রের খবর এই মেগার নায়ক হতে চলেছেন অভিনেতা অয়ন ঘোষ। যিনি এর আগে কাজ করেছেন জি-বাংলার ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিকে। তবে এবার একেবারে অন্য রুপে ফিরছেন অয়ন।

অভিনেতা অয়ন ঘোষ

রাজকুমার ‘দেবদত্ত’র চরিত্রে দেখা মিলবে অয়নের। রাজপুত্র চরিত্রে অভিনেতা কেমন সাড়া পায় সেটাই দেখার।