‘এ হেন শিল্পী আমি খুবই কম দেখেছি…’, মীরা ওরফে তন্বীর প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী

অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী

বাংলা টেলিভিশনের একটি জনপ্রিয় টিভি সিরিয়াল হল ‘চিরদিনই তুমি যে আমার’। এই ধারাবাহিকের জনপ্রিয়তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এটি এমন একটি ধারাবাহিক যেখানে শুধু নায়ক-নায়িকা নয়, চর্চা হয়ে থাকে প্রত্যেকটি চরিত্রের।

আর্য-অপর্ণার পাশাপাশি ধূসর চরিত্রে মীরা আর কিংকর চরিত্রটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। ধারাবাহিকে মীরা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তন্বী লাহা রায়  এবং কিংকর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী।

মীরা আর কিঙ্করের জুটিও দর্শকের ভীষণ পছন্দে। অনেকেই পর্দায় এসে কাপল হিসাবে দেখতে চান। পর্দায় মতো বাস্তবে কিংকর আর মীরা খুব সুন্দর বন্ডিং। সম্প্রতি সমাজ মাধ্যমে মীরা ওরফে তন্বীর প্রশংসা জানালেন পর্দার কিংকর।

অভ্রজিৎ চক্রবর্তী লেখেন, “অভিনয় সূত্রে আলাপ এবং আশ্চর্য হলাম মনোনিবেশ দেখে। সর্বদা হাসিমুখের এই মেয়েটি কি অবলীলায় অত কিছু সামলায়, তারপর এরকম একটা চরিত্র যেখানে দর্শক মীরাকে ( চরিত্র কে)দোষারোপ করতে বাধ্য । এ হেন অবস্থায় শিল্পীর কখনও কখনও সেই বিদ্রুপ বা তাচ্ছিল্য চরিত্র ছাড়িয়ে কখনও কখনও ব্যক্তিগত জীবনেও প্রবেশ করে, আবার এটাও অভিনয়ের গুণেই পাওয়া তবু এরকম টা হয়, মানুষ তো, আমার দীর্ঘ অভিনয় জীবনে এ হেন শিল্পী আমি খুবই কম দেখেছি।”