বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেতা অর্জুন চক্রবর্তী। ছোটপর্দা থেকে বড়পর্দা সবতেই তার খ্যাতি। ছোটপর্দায় তাকে শেষবার দেখা যায় ‘অনুরগারে ছোঁয়া’ ধারাবাহিকের। এই মেগার হাত ধরে বহু বছর পর বাংলা সিরিয়ালে কামব্যাক করেছিলেন অর্জুন।
অনুরাগের ছোঁয়া দীপা আর অর্জুনের জুটি ভালোই সফল হয়। যদিও বর্তমানে তাকে কোনও ধারাবাহিকে আর দেখা যাচ্ছে না। কর্মজীবনের পাশাপাশি স্ত্রী এবং কন্যা সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন অর্জুন।
দেখতে দেখতে বিবাহিত জীবনের ৯ বছর পার। বিবাহ বার্ষিকীতে স্ত্রীর জন্য সোশ্যাল মিডিয়ায় মিষ্টি শুভেচ্ছা বার্তা দিলেন অর্জুন।
বিয়ের কিছু ছবি শেয়ার করে অর্জুন স্ত্রীকে লেখেন, “নয় বছরের সুখের বিবাহিত জীবন। আমার স্ত্রী হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। যদি আমি সময় ফিরিয়ে আনতে পারতাম, তাহলে নয় বছর আগের এই সন্ধ্যায় ফিরে যেতাম এবং আবার সেই সব মনে মনে অনুভব করতাম। শুভ বিবাহ বার্ষিকী।”
View this post on Instagram