‘আমি তখন কিছুই করতাম না…যেন পরজন্মেও ওকে পাই…’, স্ত্রীর জন্মদিনে আবেগঘন পোস্ট অভিনেতা অর্জুন চক্রবর্তী

অভিনেতা অর্জুন চক্রবর্তী

বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেতা হলেন অর্জুন চক্রবর্তী। বড়পর্দা থেকে ছোটপর্দার তার জুড়ি মেলাভার। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে নানা ধরণের অভিজ্ঞতা শেয়ার করে থাকেন অভিনেতা।

গতকাল অর্থাৎ ৭ ই ডিসেম্বর ছিল অভিনেতার স্ত্রী নীলাঞ্জনার জন্মদিন। জন্মদিনে স্ত্রীকে নিয়ে একটি লম্বা পোস্ট করে মনের কথা উজাড় করে দিলেন।

অর্জুন চক্রবর্তী স্ত্রীর উদ্দেশ্যে লেখেন, “খুব অপরিপক্ক ছিলাম(এখনো আছি)আমি। মাথার মধ্যে আগুন, এলোপাতাড়ি ঝড়, অস্থিরতা। ওর সাথে দেখা হওয়ার পর জীবনের অন্য একটা দিক ও আছে, দায়বদ্ধতা ও দর্শন ও আছে, তা বুঝতে পারলাম। ওর সাথে থাকার বেলা শেষে মনে হতো ও আমার থেকে অনেক বড়, ওর প্রতিটা আনাচে কানাচে থেকে আলো খুঁজে বের করে আনা আমায় অবাক করতো (এখনো করে)।”

অভিনেতা আরও লেখেন, “ওর সবার প্রতি কৃতজ্ঞতা পূর্ণ আলতো ব্যবহার আমায় থমকে দাঁড়াতে বাধ্য করে।চরিত্রের দৃঢ়তা যে না চেঁচিয়ে, অপমান জনক কথা না বলে, কাউকে ছোট না করেও জাহির করা যায় সেটা আমার কাছে একেবারে নতুন ছিল। দেখা হওয়ার সময়। আমি তখন কিছুই করতাম না। কী যে করব তাও স্থির করে উঠতে পারিনি। ও কোন দিন কিছু বলেনি। আজো বলেনা।সময়ের সাথে ও চলে আমার সাথে সাক্ষী হয়ে, নিঃশব্দে যেন বলে,” আমি ছিলাম, আছি, থাকব”।’

তিনি আরও যোগ করেন, “আমাদের দুজনের মাঝে আছে সম্মান,আদর আর ভালবাসা। আরও আছে একজন যে আমাদের দুজনকে সম্পুর্ন করেছে। ও একদিন চলে যাবে নিজ গৃহে। তখন আবার আমরা দুজন। পরস্পরের দিকে সর্বক্ষণ না তাকিয়ে ও তাকিয়ে থাকব পরস্পরের দিকে। সময় এগিয়ে যাবে আমাদের সাথে। আজ ওর জন্মদিন। এখন থেকে খুব খুব লেগে পড়ে আছি, যেন পরজন্মেও(যদি থাকে) ওকে পাই। মানুষ হিসেবে ওকে সর্বদা কাছে পাওয়ার ইচ্ছে হৃদয়ের পাতায় আঁকি বুকি কাটে। কাছের মানুষ হিসেবে তো কথাই নেই। ভালো থেকো, সুস্থ থেকো তুমি।”