ইন্ডাস্ট্রিতে কাটল ৬০ বছর! অভিনয় যাত্রায় মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে কি সিক্রেট ফাঁস করলেন অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়

অরিন্দম গঙ্গোপাধ্যায়

শিশুশিল্পী হিসেবে পর্দায় নিজের জার্নি শুরু করলেও দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ৬০ বছর কাতিয়ে ফেলেছেন অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়। সিনে জগতে উত্তম কুমার থেকে ভানু বন্দ্যোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়, তাবর তাবর মহারথীদের সঙ্গে রয়েছে কাজের অভিজ্ঞতা।

‘হংসরাজ’ছবিতে ছোট্ট ছেলেটির মুখে ‘টিয়া টিয়া টিয়া, অজ পাড়া-গাঁয়ে থাকে’ গানটি আজও সিনেমাপ্রেমী বাঙ্গালীর মনে গেঁথে আছে। সম্প্রতি ছবির শুটিংয়ের ফাঁকে আড্ডা দিলেন অরিন্দম।

অভিনয় জগতে পথচলা নিয়ে অরিন্দম বললেন, ‘এখনও অবাক লাগে! চোখের পলকে এতগুলো বছর কাটিয়ে ফেললাম। এত বছরে অপ্রাপ্তির থেকে প্রাপ্তিরই পাল্লা ভারী। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়, রবি ঘোষ, অনুপ কুমার, জহর রায়-সহ আরও অনেক গুণী মানুষের সান্নিধ্য আমায় মুগ্ধ করে রেখেছিল।’

দীর্ঘ পথচলায় অভিনেতার রয়েছে এক আফসোস, এই প্রসঙ্গে অরিন্দম বলেন, ‘এত কিছুর পরও জীবনে একটাই আফশোস, মহানায়িকার সঙ্গে কাজ করা হলো না। তবে ওঁর সঙ্গে আলাপের দিনটা আজও স্মৃতিতে উজ্জ্বল। উত্তমকাকুই একদিন আলাপ করালেন। আমি তখন একটি ছবির শুটিং করতে টেকনিশিয়ানে গিয়েছি, কাকু বলেন, ‘পাশের ফ্লোরে রমা শুটিং করছেন। চল তোকে আলাপ করাই।’

‘মেকআপ রুমে ঢুকতেই আমার পরিচয় দিলেন উত্তমকাকু। মহানায়িকা আমায় প্রথম প্রশ্ন করলেন, ‘তুমি আমায় ভালোবাসো?’ আমি বললাম, ‘হ্যাঁ’। তার পরেই বললেন ‘কতটা ভালোবাসো?’ আমি দু’হাত বাড়িয়ে বললাম ‘অ্যাত্তো…টা’। আজকের অবসরে এগুলোই তো বেঁচে থাকার রসদ।’

পর্দায় শ্রীরামকৃষ্ণদেবের চরিত্র থেকে বাদ পড়ার কারণে আর কোনদিনও আধ্যাত্মিক চরিত্রে অভিনয় করবেন না বলে ঠিক করেছিলেন। স্ত্রী খেয়ালি ঘোষ দস্তিদারের কথায় ‘বামাক্ষ্যাপা’ চরিত্রে অভিনয় করেন অরিন্দম।

অরিন্দম বলেছেন, ‘খেয়ালি জোর করাতেই ‘বামাক্ষ্যাপা’ করতে রাজি হই। সেটাও ইতিহাস। টানা ১০ বছর চলে ধারাবাহিকটি। আজও অনেক দর্শক ওই চরিত্রের জন্য মনে রেখেছেন। মাঝে অভিনয় ছেড়ে পরিচালনাও করেছি। কিন্তু পরে বুঝি, পরিচালকদের দাম নেই এখানে।’

অভিনয় জগত নিয়ে অভিনেতা আরও বলেন, ‘আগে অভিমান যে হতো না তা নয়, তবে ধীরে-ধীরে বুঝেছি, শিরোনামে থাকতে গেলে যে পিআর-টা দরকার সেটা আমার নেই। এই বয়সে এসে সেটা আর আমার দ্বারা হবেও না। ধরে নিলাম সেটা আমারই খামতি।’