‘কন্যাদান’, ‘বসু পরিবার’ দুই ধারাবাহিকেই বাবার চরিত্রে অভিনয়! ‘আমি সবসময় পুরুষ প্রধান ধারাবাহিকেই অভিনয় করেছি, নতুন কাজ নিয়ে মুখ খুললেন অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়

অরিন্দম গঙ্গোপাধ্যায়

সান বাংলায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘বসু পরিবার’। সম্পূর্ণ পারিবারিক গল্প নিয়েই তৈরি এই ধারাবাহিক। এই গল্পেই প্রধান চরিত্রে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়। এর আগে ‘কন্যাদান’ ধারাবাহিকেও তিনিই ছিলেন মুখ্য চরিত্রে। এমনকি আগের ধারাবাহিকের মত এবারেও বাবার চরিত্রে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা।

ইতিমধ্যে ‘দাসানি ২’ স্টুডিয়োতে শুরু হয়ে গিয়েছে ধারাবাহিকের শুটিং। সদ্যই প্রকাশ পেয়েছে ধারাবাহিকের প্রোমো, রা প্রথম ঝলকেই যথেষ্ট সাড়া ফেলেছে গল্পটি। গল্পে ‘অঞ্জনবাবু’ই ‘বসু পরিবার’-এর কর্তা। আর এই অঞ্জনবাবুর চরিত্রেই রয়েছেন অরিন্দম। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক অঞ্জন বসু তার ছেলেমেয়েদের উপর অগাধ আস্থা, অথচ বাবা অবসর নেওয়ার পর ছেলেমেয়েরা বাবার প্রতি কোন দায়িত্বই পালন করে না। এই নিয়েই এগবে গল্প।

সম্প্রতি শুটিং এর ফাকে নতুন ধারাবাহিক নিয়ে আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বললেন অরিন্দম। সাধারণত ছোটপর্দায় প্রধান চরিত্র রুপে মেয়েদেরকেই বেশি দেখা যায়, কিন্তু আগের গল্পের মত এই গল্পেও তিনিই মূল চরিত্র। এই প্রসঙ্গে অরিন্দম বলেন, ‘আমি সব সময় পুরুষ চরিত্রই প্রধান, এমন ধারাবাহিকেই অভিনয় করেছি। এর আগে ‘বামাক্ষ্যাপা’ করেছি এবং সেই নজির কিন্তু কেউ ভাঙতে পারবেন না। দশ বছর ধরে ধারাবাহিকটি চলেছে। এ ছাড়া ‘কন্যাদান’-এও আমি মুখ্যচরিত্রে ছিলাম। এই ধারাবাহিকেও তাই।’

অভিনেতার কথায়, রেকর্ড বলছে, ‘প্রধান চরিত্রে আমি থাকলে ধারাবাহিক সফল হয়। আমার এই বয়সেও কিন্তু তা হচ্ছে। বয়সের দিক থেকে অনেকে আছেন, আমার থেকে বড়। কিন্তু ছোট পর্দায় পুরুষ অভিনেতাদের মধ্যে আমি সবচেয়ে সিনিয়র। ৫৮ বছর ধরে রয়েছি ইন্ডাস্ট্রিতে এবং আমি কিন্তু থেমে যাইনি। অভিনয় করেই বেঁচে আছি।’