বড়সড় দুর্ঘটনায় মুখে ‘একেন বাবু’। ভয়াবহ এক্সিডেন্টের মুখে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। আজ সকালে টালিগঞ্জ রেল স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। সজোরে বাস এসে ধাক্কা মারল অভিনেতার গাড়ির পিছনে।
গাড়ির কাচ, গাড়ির পিছনের অংশটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। কেমন আছেন অভিনেতা? টিভি নাইন বাংলাকে অভিনেতা জানান, আজ সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি গাড়িতে টালিগঞ্জের দিক থেকে এক্সাইডের দিকে যাচ্ছিলেন, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে আচমকাই একটি সরকারি বাস পিছন থেকে সজোরে ধাক্কা মারে তাঁর গাড়িতে।
তিনি আরও জানিয়েছেন, টালিগঞ্জ রেল স্টেশনের ঠিক আগে একটি গলি থেকে আচমকা একটি গাড়ি বেরিয়ে আসে, সেই কারণেই তাঁর গাড়ি ব্রেক কষে। সেই সময়ই পিছন থেকে এসে বাসটি ধাক্কা মারে। অভিনেতা গাড়ি থেকে বেরিয়ে আসলেও, বাসচালক নামেননি, উল্টে তিনি অভিনেতাকেই ধমকান এবং গাড়ি সরাতে বলেন। বাস চালক কার্যত অভিনেতাকেই বোঝান যে তাঁর ভাগ্য ভাল আরও বড় দুর্ঘটনা ঘটেনি। তিনি গুরুতর আহত হননি

