বর্তমানে টিআরপির তালিকায় ভালো রেটিং অর্জন করছে ‘পরিণীতা’ ধারাবাহিকটি। টিআরপির দ্বিতীয় স্থানে রয়েছে এই মেগা। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী ঐশানী এবং অভিনেতা উদয় প্রতাপ সিংহ।
তবে এবার ধারাবাহিকে আসতে চলেছে নতুন চমক। পরিণীতা সিরিয়ালের গল্পে রায়ান ও পারুলের ইউনিভার্সিটিতে একজন নতুন সহপাঠি এন্ট্রি নিচ্ছে। খুব সম্ভবত পারুলের নায়িকা হিসাবে।
আর ধারাবাহিকে নতুন চরিত্র হয়ে গল্পে এন্ট্রি নিচ্ছে অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জি। যিনি গাঁটছড়া ধারাবাহিকে রাহুল চরিত্রে অভিনয় করেছিল। এছাড়াও কাজল নদীর জলে, মন নিয়ে কাছাকাছি, গাঁটছড়া’র মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গেছে।