একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও ৭ মাস ধরে কাজ নেই হাতে, মুখ খুললেন অভিনেতা অনিন্দ্য চক্রবর্তী

অভিনেতা অনিন্দ্য চক্রবর্তী

অভিনেতা অনিন্দ্য চক্রবর্তী, ছোটপর্দার জনপ্রিয় মুখ। তাকে কমবেশি সকলেই প্রায় চেনেন। তবে বর্তমানে তাকে আর বাংলা সিরিয়ালে তেমন দেখা যায় না। সম্প্রতি ক্যাপচার হলেন এই অভিনেতা। পরিচালক অয়ন সেনগুপ্তর নতুন দোকানের সামনেই তাকে দেখা গেল।

রিচালক অয়ন সেনগুপ্ত যিনি ইন্ডাস্ট্রিতে কাজের অভাবে ফুটপাথে চপ, ঘুগনি বিক্রি করছেন। তার দোকানেই ক্যামেরা বন্দী হন অনিন্দ্য চক্রবর্তী।

এদিন অয়ন সেনগুপ্তের দোকানে খেতে খেতে অনিন্দ্য জানান, ‘সাত মাস কাজ নেই। আমার মতো এমন অনেকে রয়েছেন। প্রথমে শুনলে অনেকে হাসে এটাই সত্যি। কিন্তু কেন কাজ পাচ্ছে না সেই উত্তর কারও নেই’।

প্রসঙ্গত, ‘অগ্নিপরীক্ষা’ থেকে ‘বধূঁয়া’ তাকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছেন দর্শক। তবে আজকাল কাজের অভাবে বসে রয়েছেন তিনিও।