১৭ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। সিরিয়াল থেকে সিনেমা সর্বত্রই নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি। অভিনেতা পরিচিতি পেয়েছিলেন কমেডি সিরিয়াল ‘রাজা-গজা’ ধারাবাহিকের হাত ধরে। যা বাংলার সিরিয়ালের পাতায় মাইলস্টোন রচনা করে যান।
অম্বরীশের আরও একটি চরিত্রের কথা না বললেই নয়, ‘খড়কুটো’র পটকা। এই ধারাবাহিকের জনপ্রিয়তার পিছনে তার অবদান প্রচুর। এই চরিত্রটি দর্শক আজীবন মনে রাখবেন।
অভিনেতা যে একজন দক্ষ অভিনেতা তার প্রমাণ মিলেছে বহুবার। তাই প্রতিভার জেরে এবার বাংলার ছোটপর্দার গণ্ডি ছাড়িয়ে পা রাখছেন হিন্দি সিরিয়ালে। হ্যাঁ এই প্রথমবার হিন্দি সিরিয়ালে ডেবিউ করতে চলেছেন অভিনেতা।