একের পর এক বিচ্ছেদ! এবার ৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন আরেক জনপ্রিয় জুটি, হতাশ ভক্তরা

দাম্পত্য জীবনে ইতি

টলি থেকে বলি চারিদিকে শুধু ঘর ভাঙার খবর। সামনে এলো আরেক জুটির বিচ্ছেদের খবর। প্রায় সকলেই তাদের চেনেন। টেলিভিশনের পর্দায় খুব পরিচিত তারা। প্রায় ৯ বছরেরে দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছে এই জুটি।

হিন্দি জনপ্রিয় সিরিয়াল ‘কিউঙ্কি সাস ভি কাভি বহু থি’ খ্যাত অভিনেতা আমান ভার্মা এবার ডিভোর্সের পথে হাঁটতে চলেছেন। আমান ভার্মা এবং তার স্ত্রী বন্দনা লালওয়ানি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইতিমধ্যে সেই খবরে তোলপাড় বলি পাড়া। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, সম্পর্ক টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছিলেন তারা তবে পারেনি তাই সিদ্ধান্ত নিয়েছেন আলাদা হয়ে যাওয়ার।

অভিনেতা আমান ভার্মা

২০১৬ সালে গাঁটছড়া বেঁধেছিলেন আমান ভার্মা এবং বন্দনা। প্রথমদিকে সুখী দাম্পত্য জীবন কাটালেও মাঝে তাদের মধ্যে মতের বিরোধ শুরু হয়। অবশেষে দুজনেই ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। তবে তাদের ডিভোর্সের খবরে হতাশ হয়েছেন তাদের অনুরাগীরা।