২০২৫ যেন বিনোদন জগতের জন্য অন্ধকার ছায়া। একের পর এক খারাপ খবরে মন খারাপ হয়ে পড়ছে ইন্ডাস্ট্রিতে। এবার মাত্র ২৩ বছর বয়সে অকাল প্রাণ হারালেন আরেক অভিনেতা। স্তব্ধ বিনোদন দুনিয়া।
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হিন্দি সিরিয়ালের অভিনেতা আমান জয়সওয়াল। যিনি ‘ধরতি পুত্র নন্দিনী’র ধারাবাহিকের নায়ক। প্রথম ধারাবাহিকেই তুমুল জনপ্রিয়তা পেয়ে যান। সূত্রের খবর, অডিশনে যেতে গিয়েই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান অভিনেতা।
হাইওয়েতে তাঁর বাইকে ধাক্কা মারে একটি ট্র্যাক। আর সেখানেই মৃত্যু হয় তার। অভিনেতার মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না তার ভক্তরা।