বিনোদন জগতে ফের দুঃসংবাদ! প্রয়াত হলেন আরেক জনপ্রিয় অভিনেতা

অভিনেতা অজিত বিজয়ন

একের পর এক খারাপ খবর শোনা যাচ্ছে ২০২৫ সালে। এমনিতেই ভবিষৎবাণীতে বলা হয়েছে এই সালটা প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতি এবং রোগ ব্যাধি ছড়াতে পারে।

বিনোদন জগতে নেমে এলো ফের দুঃসংবাদ! প্রয়াত মালায়ালম অভিনেতা অজিত বিজয়ন। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৫৭ বছর। প্রচুর চলচ্চিত্র এবং টেলিভিশনে কাজ করেছেন তিনি।

অভিনেতা অজিত বিজয়ন

সূত্র অনুসারে, এক বিশিষ্ট ধ্রুপদী শিল্পী পরিবারের সন্তান ছিলেন  অজিত। বিখ্যাত কথাকলি শিল্পী কালামন্ডলম কৃষ্ণন নায়ার এবং বিখ্যাত মোহিনীয়ট্টম নৃত্যশিল্পী কালামন্ডলম কল্যাণীকুট্টি আম্মার নাতি । তিনি ছিলেন প্রয়াত সি কে বিজয়ন এবং মোহিনীয়ট্টম নৃত্যশিল্পী কালা বিজয়নের ছেলে এবং প্রয়াত প্রবীণ অভিনেতা কালসালা বাবুর ভাগ্নে।