ছোটবেলার সমস্ত স্মৃতি ভীষণ কাছের হয়। বিশেষ করে বাবা মায়ের সঙ্গে কাটানো মুহূর্ত। সোশ্যাল মিদিয়ার দৌলতে সেই স্মৃতি বারবার চোখের সামনে ভেসে ওঠে। তেমনই মায়ের সাথে কাটানো সেরা মুহুর্তের ছবি সমাজ মাধ্যমে শেয়ার করলেন বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী।
সম্প্রতি মায়ের জন্মদিনে মাকে শুভেচ্ছাবার্তা জানিয়ে নিজের ছোটবেলার ছবি পোস্ট করলেন অভিনেত্রী। সাথে বড়বেলাকার ছবিও শেয়ার করেন। তিনি লেখেন, আজ মায়ের জন্মদিন। প্রথম ছবিটা আমার সব থেকে প্রিয় ছবি তাই প্রতিবছর এই ছবিটা দেব ঠিক করেছি।
মায়ের কোলে বসে অবাক দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে থাকা ছোট্ট খুদে মেয়েটি শুধু বড় পর্দা নয়, আজ ধারাবাহিক এবং ডিজিটাল প্লাটফর্মের বিশাল বড় অভিনেত্রী।
মাত্র ১৩ বছর বয়সেই বড় পর্দায় অভিনয় করেছিলেন তিনি। ‘শুভদৃষ্টি’ ছবিতে কোয়েলের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। বর্তমানে অভিনয় করছেন জি সোনার বাংলা চ্যানেলে শ্রীমান ভগবান দাস সিরিয়ালে, বিশ্বনাথ বসুর বিপরীতে।
এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। তিনি হলেন মিমি দত্ত। এর আগে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনেত্রীর অভিনয় দেখেছেন দর্শক।
View this post on Instagram


