‘মা’ ধারাবাহিকে ফুলকির বড়বেলার চরিত্রে দর্শকের মনে ছাপ ফেলে গেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। শুধু ধারাবাহিক নয়, কাজ করেছেন একাধিক সিনেমা, ওয়েব সিরিজে। বাংলা পেরিয়ে তেলেগু, হিন্দি ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন প্রিয়াঙ্কা।
বর্তমানে রয়েছেন কলকাতায়। তবে ইন্ডাস্ট্রিতে এখন কাজের পেশা অনিশ্চিত। তাই এবার নতুন ব্যবসা চালু করলেন অভিনেত্রী। প্রিয়াঙ্কার বাবার বাবার কয়লার বড় ব্যবসা। ইটভাটাও ছিল। ছোট থেকে ব্যবসায়ী পরিবারে বড় হয়েছেন। তাই ব্যবসা করার আগ্রহ ছিল বরাবর।
অভিনেত্রী নিজের য়নার সংস্থা খুলেছেন। আনন্দবাজার অনলাইনকে প্রিয়াঙ্কা জানান, “হিরের গয়না সবাই সচরাচর কিনতে পারেন না দামি বলে। আমি রুপোর সঙ্গে হিরের একটা মেলবন্ধন তৈরি করেছি। দু’হাজার টাকা থেকে শুরু হচ্ছে গয়না। আমাদের নিজস্ব ডিজ়াইনার আছেন। নিজেরাই তৈরি করব ডিজ়াইন। আপাতত সবটাই অনলাইনে। আমাদের নিজস্ব শোরুম তৈরি হচ্ছে বড়বাজারে।”
অভিনয়ে সুযোগ নেই বলেই কি ব্যবসার দিকে ঝোঁক? এই প্রশ্নের উত্তরে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, “এগুলো তাঁরাই বলেন যাঁরা সবটা একসঙ্গে করে উঠতে পারেন না। তবে এটাও সত্যি আমাদের ইন্ডাস্ট্রি অনিশ্চিত, তাই পাশাপাশি আরও একটা পরিকল্পনা রাখা উচিত। আর ‘বস্’ হতে আমার খুবই ভাল লাগে।”

