এই মুহূর্তে বাংলার দজ্জাল শাশুড়ি হিসাবে পরিচিতি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের বাবুর মা কৃষ্ণা। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। এর আগে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
তবে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। পর্দায় তার মুখে ‘বাবুউ’ ডাকটা এখন ভাইরাল।
ছেলে এবং বৌমাকে একসঙ্গে দেখলেই কৃষ্ণার ওভার পজেসিভনেস দেখে দর্শকের বিরক্ত লাগলেও এই সমাজে এরকম উদাহরণ প্রচুর রয়েছে।
তবে বাবুউ মায়ের চরিত্রে অভিনয় করে যতটা জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী তার থেকে বেশি সমস্যায় পড়েছেন। এখন নাকি তার রাস্তায় বেরানো দায় হয়ে পড়েছে।
এক সাক্ষাৎকারে অরিজিতা জানান, “মাঝেমধ্যেই রাস্তায় অপমানের সম্মুখীন হতে হচ্ছে। আসলে দর্শক পর্দার কৃষ্ণা চরিত্রের সঙ্গে বাস্তব মিলিয়ে ফেলেছেন। একবার সিনেমা দেখতে গিয়ে চার-পাঁচ জন মহিলা তাকে ছেঁকে ধরেন। তাদের মধ্যে একজন চিৎকার করে বলেন, “ভীষণ বদমায়েশি করে এই মহিলা”!
অভিনেত্রী জানান, “এই ঘটনায় এত লোকজনের মাঝে লজ্জায় পরে গিয়েছিলাম”। অভিনেত্রী আরও বলেন, পর্দায় তার ছোট দেওরের চরিত্রে ওরফে অভিনেতা প্রসূন গাইনের কাছে এক চায়ের দোকানের এক মহিলা নাকি বলেছেন, “বাবুর মা’-র ফোন নাম্বার টা দিও। এরকম দজ্জাল শাশুড়িকে শায়েস্তা করতে যাব”। কৃষ্ণা চরিত্রে অভিনয় করার পর থেকেই রাস্তায় বেরাতে ভীষণ সমস্যার মধ্যে পরতে হচ্ছে অভিনেত্রীকে।