বাংলা টেলিভিশন জগতের এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সমতা দাস। যাকে আপনারা ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে বোধিসত্ত্বের কাকিমার ভূমিকায় অভিনয় করতে দেখেছিলেন।
বহুবছর ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন সমতা দাস। তাকে একজন দক্ষ এবং দাপুটে অভিনেত্রী বলা চলে। খুব ছোট বয়সে ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছেন অভিনেত্রী সমতা দাস। জন্মভূমি’তে শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয়। তখন সম্ভবত ক্লাস টু-তে পড়তেন। পরবর্তীতে ‘এক আকাশের নিচে’ ধারাবাহিকে টুসকি চরিত্রে অভিনয় করে দর্শকের মনে ছাপ ফেলেন এই অভিনেত্রী। তাঁর অভিনয় দর্শকের মন ছুঁয়ে যায়। কেরিয়ারের টার্নিং পয়েন্টেই আচমকাই অভিনয় জগত থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। তাঁর অভিনীত ‘সোনার হরিণ’ ধারাবাহিক বেশ জনপ্রিয় হয়েছিল।
একসময় জনপ্রিয় নায়িকা আজ শুধু মা-কাকিমার চরিত্রে অভিনয়। অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও কেন সিরিয়ালের মুখ্য চরিত্রে নেই সমতা?
এই প্রসঙ্গে TV9 বাংলার কাছে এক সাক্ষাৎকারে মুখ খুলতে দেখা যায় অভিনেত্রীকে। সমতা দাসের মতে, “তার এখন যা চেহারা তাতে নায়িকা হওয়া সম্ভব নয়, এটা মেনে নেওয়াই ভালো। তাদের সময়ে এখনও নায়িকার চরিত্রে অভিনয় করছেন, তাঁরা নিজেদের চেহারা এখনও ধরে রেখেছেন। তাই লিড করার সুযোগ পাচ্ছেন তারা। কিন্তু অভিনেত্রীর চেহারা ধরে রাখা সম্ভব নয়। কারণ তিনি খেতে ভালোবাসেন। না খেয়ে, কষ্ট করে রোগা হওয়ার চেষ্টা করতে তার ভালো লাগে না”।