ভালোবাসা নাকি রুপ দেখে নয়, হয় গুণ দেখে। এই প্রচলিত কথাটি যখন বাস্তবে পরিণত হয় তখন অনেকেই সেটা মেনে নিতে পারে না। আজকের যুগে দাঁড়িয়েও মানুষের চেহারা নিয়ে প্রায়ই কটাক্ষ করে থাকেন সকলে। আর তেমনটাই ঘটেছে অভিনেতা আবির চট্টোপাধ্যায় স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়ের সঙ্গে ।
আবির আর নন্দিনী সাংসারিক জীবন ১৭ বছরের। এমবিএ ক্লাসে আলাপ। ২০০৭ সালে ভালোবেসে নন্দিনীকে বিয়ে করেছিলেন আবির। দু’জনের লাইম লাইটে বাইরে গিয়ে সুখে সংসার করেছে তারা। তবে কটাক্ষ পিছু ছাড়ে না।
মাঝেমধ্যে আবিরের স্ত্রীর চেহারা নিয়ে কটাক্ষ করা হয়। আবিরের পাশে নন্দিনীকে বেমানান বলেই নেটিজেনরা ট্রোলড করে থাকেন। এই নিয়ে এক সময় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী আবিরের স্ত্রীর পাশে এসে দাঁড়িয়েছিলেন। নেটিজেনদের যোগ্য জবাব দিয়েছিলেন তিনি। তবে এবার মুখ খুললেন স্বয়ং অভিনেতা।
স্টেট আপ উইথ শ্রীতে এসে আবির স্ত্রীর বিরুদ্ধে হওয়া এই ট্রোলের বিষয়টা বদলাতে না পারা নিয়ে দুঃখ প্রকাশ করেন। অভিনেতা বলেন, ‘আমার যেটা সব থেকে খারাপ লাগে তা হল আমি এটা কখনও বদলাতে পারব না, এবং আমার সান্তনা দেওয়ার জায়গাও নেই। এটা আমার সব থেকে খারাপ লাগার জায়গা, যে আমি কিছু করতে পারি না।”
ট্রোলিং প্রসঙ্গে আবির বলেন, ‘এই নিয়ে আমাকে সব জায়গাতেই প্রশ্ন করা হয়। তবে আমার মনে হয় যারা এগুলো করে তারা এই সময়টা পাওয়ারও যোগ্য নয়। তাই এটা নিয়ে আলোচনায় না যাওয়া উচিত। এটাকে এড়িয়ে যাওয়া উচিত। এর থেকে বড় অপমান তাঁদের করা যাবে না।’