বহুদিন বাদে রোমান্টিক চরিত্রে দেখা মিলবে অভিনেতা আবির চট্টোপাধ্যায়’র। বেশিরভাগ গোয়েন্দা চরিত্রে তাকে বেশি দেখা গেলেও এবার রোমান্টিক নায়কের চরিত্রেও অভিনেতাকে দেখতে চলেছেন দর্শক।
এই বছর স্বাধীনতা দিবসের দিনই মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত আবির চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবি ‘বাবলি’। প্রায় ১০ বছর পর ফেরত পর্দায় পরিচালক-অভিনেতা জুটি। ছবির প্রচারেই আবিরকে এই সময়ের উত্তম কুমার বলে বসেন পরিচালক রাজ চক্রবর্তী।
এই প্রথম পরিচালক জানান, “আমার কাছে আবিরই এই সময়ের উত্তম কুমার। এটা আমি সবসময়ই বলি। আবিরের গালের ওই কাটা দাগ, ওর ব্যক্তিত্ব, সবটা মিলিয়ে এই সময়ের উত্তম কুমার হিসাবে আবির সেরা এবং আমি ওকেও বলি এই কথা।”
পরিচালকের মুখে এত বড় প্রশংসা পেয়ে আবির খানিকটা অপ্রস্তুতিতে পড়লেও ‘বাবলি’র সাংবাদিক সম্মেলনে আবির জানান, “আমার মনে হয় উত্তম কুমার একজনই। তবে রাজের অভিনয় দেখে একটাই কথা বলতে পারি, আগে আমার রাজের অভিনয় যতটা ভাল লাগতো, যত দিন যাচ্ছে একজন অভিনেতা হিসেবে ওর অভিনয়ের প্রতি আমার ভাললাগা আরও বাড়ছে।”
ইতিমধ্যেই ‘বাবলি’ ছবিতে আবিরের লুক বেশ প্রশংসা পেয়েছে দর্শকের কাছে। এবার ছবিতে অভিনেতার লুক কতটা ফুটে উঠবে সেটাই দেখার অপেক্ষায় দর্শকমহল।