গ্ল্যামার জগতে অভিনয়ের পাশাপাশি অভিনেতা অভিনেত্রীদের শারীরিক গঠন ও বাহ্যিক সৌন্দর্যটাও বেশ জরুরি। ক্যামেরার ফ্রেমে কাকে মানাবে, কাকে মানাবে না, এই বিচারেই অনেকসময় থেমে যায় সাধারন শিল্পীদের স্বপ্নের যাত্রা।
টেলিভিশনের পর্দায় টিকে থাকতে গেলে শুধু প্রতিভা নয়, সিন্মুখিন হতে হয় দর্শকের নানা কটাক্ষের। ঠিক এমন পরিস্থিতির মধ্যে দিয়েই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন অভ্রজিত চক্রবর্তী। যদিও এই মুহুর্তে তিনি চিরদিনই তুমি যে আমারের কিংকর।
অভিনেতার ছয় ফুট তিন ইঞ্চি লম্বা, রোগা চেহারা দেখে অনেকেই বলেছিল, “এই ছেলে স্ক্রিনে আটবে না” এমনকি ডিরেক্টরদের অনেকেই তাকে ক্যামেরার সামনে নিতে চাইতেন না। অভিনেতাকে উট বলে তাচ্ছিল্য করা হত।
থিয়েটার থেকেই অভিনয়ে হাতেখড়ি। সেখান থেকেই মনের অদম্য জেদ নিয়ে এগিয়ে গেছেন। নিন্দার ঝরকে তোয়াক্কা না করেই প্রতিটি চরিত্রে নিজেকে ভেঙে গরেছেন নতুন করে।
ইন্ডাস্ট্রিতে প্রায় ২৩ বছরের সফরে নেগেটিভ পজিটিভ দুই চরিত্রে অভিনয় করেই দর্শকের মন ছুঁয়েছেন অভ্রজিত। পুরস্কারের মঞ্চে নাম না উঠলেও অভিনেতার ঝুলিতে রয়েছে অমুল্য সম্পদ তা হল দর্শকের ভালোবাসা।

