লীনা গাঙ্গুলির হাত ধরেই বাবার পথে! ‘এগিয়ে চললাম বাবা…’, বললেন অভিষেক কন্যা সাইনা

সাইনা চট্টোপাধ্যায়

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের পর এবার জি বাংলার ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন সাইনা চট্টোপাধ্যায়। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন সাইনা। সদ্য প্রকাশ্যে আসে প্রোমোয় কনের বেশে দেখা গেছে তাকে।

ধারাবাহিক শুরু হওয়ার আগে আরও একবার বাবাকে স্মরণ করে একটি আবেগঘন পোস্ট করলেন সাইনা। অভিষেক চট্টোপাধ্যায়ের ‘খরকুটো’ ধারাবাহিকের একটি ছবি এবং জি বাংলায় আগত ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে অভিনেত্রীর কনে বেশে থাকা ছবি কোলাজ করে পোস্ট করেন সাইনা।

ছবি পোস্ট করে অভিষেক কন্যা সাইনা লেখেন, ‘বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। সেই লীনা আন্টির স্ক্রিপ্ট, আর এখন তোমার আশীর্বাদে আমি এগিয়ে চললাম।’

আজও বাবাকে ভীষণ মিস করেন সাইনা। ২০২২ সালে স্ত্রী এবং কন্যাকে রেখে চিরকালের জন্য না ফেরার দেশে চলে গিয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। অভিষেকের পর এবার মেয়ে সাইনা ধীরে ধীরে নিজেকে প্রমাণ করছেন টেলিভিশনের পর্দায়।

আসন্ন গল্পে গ্রামের মেয়ে লাজবন্তী চরিত্রে অভিনয় করবেন সাইনা। জানা গিয়েছে,দুই নববধূর গল্প নিয়ে শুরু হতে চলেছে এই সিরিয়ালের গল্প। সাইনা ছাড়া এই ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন নন্দিনী দত্ত, সোমরাজ মাইতি, মৈনাক ঢোল।