
সকাল হতেই বড় চমক টেলি পাড়ার। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা অভিষেক বসু এবং অভিনেত্রী শার্লি মোদক। হ্যাঁ, ফুলকি ধারাবাহিকের রোহিত আর শালিনীর জুটি এবার বাস্তবে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন।
ফুলকি’র সেট থেকে প্রথম আইবুড়ো ভাত খেলেন তারা। সিরিয়ালের পরিচালক রাজেন্দ্রপ্রসাদক সেই ছবি প্রকাশ্যে আনলেন। ছবিতে দেখা যাচ্ছে অভিষেক আর শার্লির সামনে পঞ্চব্যঞ্জন সাজানো। আর তাদের মাঝে বসে রয়েছেন পরিচালকও।
প্রসঙ্গত, সুরভী মল্লিকের সাথে ব্রেকআপের পর ফুলকি’র সেটে শার্লির সাথে অভিষেকের বন্ধুত্ব গাঢ় হয়। আর তারপরেই প্রেমের সম্পর্ক শুরু হয় এবং শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা।