বাবার স্বপ্ন পূরণ করতে অভিনয় জগতে পা রাখেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায়। স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে রুপার বড় চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন সাইনা। তার অভিনয় দর্শকমহলে প্রশংসাও পায়।
অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে আচমকাই সিরিয়ালে পা রাখেন। তবে এখনো সে স্কুলের গন্ডি পেরায়নি। অভিনয়ে জগতে যুক্ত থাকলে ২৪ ঘণ্টা শুটিংয়ের পর পড়াশুনোর জন্য সময় থাকে না। তাই মেয়ের জন্য বড় সিদ্ধান্ত নিলেন অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়।
অভিনয়ের জন্য মেয়ে সাইনার স্কুল ছাড়িয়ে দিলেন এবং সাইনার জন্য ‘হোম স্কুলিং’-এর সিদ্ধান্ত নিয়েছেন সংযুক্তা চট্টোপাধ্যায়। আনন্দবাজার ডট কমে এই প্রসঙ্গে অঅভিনেতার স্ত্রী জানান, ‘এই সিদ্ধান্ত নেওয়া’এ খুব কঠিন ছিল। তবে আমার মুম্বইয়ের বন্ধুরা পরামর্শ দিল যে সাইনাকে চাপ না দিয়ে আমি যেন ওকে হোম স্কুলিং করাই। আমিও খোঁজ নিয়ে দেখলাম ব্যাপারটা মন্দ নয়। আর এতে শিশুদের উপর চাপও সৃষ্টি হয় না।
সংযুক্তা আরও জানান, ‘ইনা বাবার মতোই অভিনয়কেই পেশা করতে চায়। আর তাই সাইনার কীসে ভালো হবে, সুবিধা হবে, সেকথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে।’