বাবা ইন্ডাস্ট্রির বড় মাপের একজন অভিনেতা ছিলেন। তাই অভিনয় রয়েছে রক্তেই। বাবার স্বপ্ন ছিল মেয়ে একজন অভিনেত্রী হোক। বাবার মৃতুর পর বাবার স্বপ্ন পূরণ করতেই অভিনয় জগতে পা রেখেছিল অভিষেকের আদরের কন্যা ডল ওরফে সাইনা চট্টোপাধ্যায়।
স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে বড় রুপার চরিত্রে অভিনয়ে হাতেখড়ি সাইনার। বাবার থেকেই ছোটবেলায় অভিনয় শেখা। শুটিং সেটে গিয়ে বাবা কিভাবে ডায়লগ বলে লক্ষ্য করতেন মেয়ে। বাবার স্বপ্ন বিফলে যায়নি।
খুব অল্পদিনের মধ্যে রুপা চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পায়। অনেকেই জানান, সাইনা অভিনয়টা ভালোই জানে।
এবার অভিনয়ের জন্যই স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ডে পুরস্কার জিতলেন সাইনা। সোনা আর রুপার বেস্ট জুটি অ্যাওয়ার্ড জিতলেন। জীবনের প্রথম পুরস্কার পেয়ে স্বাভাবিক ভাবেই আনন্দিত অভিষেক কন্যা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে সাইনা লেখেন, ‘অভিনয়ে পা রেখে মাত্র ৫ মাসের মধ্যে প্রথম পুরস্কার। আমার স্বপ্ন বাস্তবে পরিণত হল’।
View this post on Instagram