বাংলা টেলি জগতে এখন যে ধারাবাহিকগুলো চলছে তার থেকে বেশ খানিকটা আলাদা ধারার গল্প নিয়ে এল স্টার জলসার ‘তোমাদের রাণী’ ধারাবাহিক। যেখানে রানীর চরিত্রে অভিনয় করছেন শিলিগুড়ির মেয়ে নবাগতা অভিকা মালাকার ও তার বিপরীতে অভিনয় করছে দুর্জয় ওরফে অর্কপ্রভ রায়। ধারাবাহিকের মূল বিষয় হল বিয়ের পর একটা মেয়ের স্বপ্ন পূরণের লড়াই। পর্দার দুর্জয় রাণীর কেমিস্ট্রি ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে দর্শকদের।
গল্পে রানী একজন সদ্য স্কুল পাস করা একটি মেয়ে যার স্বপ্ন সে একজন বড় ডাক্তার হবে। রানীর জীবনের সংগ্রামের ছবিই ফুটে উঠেছে এই সিরিয়ালের মধ্যে দিয়ে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই চিকিৎসক হওয়ার পরীক্ষা দেয় রানী। স্বামী, পরিবার কাউকেই পাশে পায়নি সে। তা সত্ত্বেও পরীক্ষায় সফল হয় সে।
তবে জানেন কি? অনস্ক্রিন ডাক্তারি পরীক্ষায় পাশ করলেও বাস্তবে সে এখনও স্কুলের গন্ডি পেরোয়নি রানী ওরফে অভিকা। নির্মলা কনভেন্টে ডিসট্যান্স-এ পড়াশোনা করছেন অভিনেত্রী। তার জন্ম ২০০৫ সালের ৮ ই মার্চ। ২০২৩ সাল অনুযায়ী তার বয়স মাত্র ১৮। সম্প্রতি আনন্দবাজার অনলাইনের এক সাক্ষাৎকারে অভিকা জানান, “আমার ছোটো থেকেই ইচ্ছা এই মাধ্যমে কাজ করার। সুযোগটা এমন ভাবে আসতে পারে বলে আমি ভাবিনি।” যৌথ পরিবারে বড় হওয়া সত্ত্বেও অভিনয়ের সুযোগ হাতছাড়া করতে চাননি অভিকা।
অন্যদিকে, দুর্জয় চরিত্রে অভিনীত অর্কপ্রভ বলেন, “১৪ বছর ধরে অপেক্ষা করেছি এই সুযোগের জন্য। অবশেষে সেটা এসেছে ভেবেই ভাল লাগছে। আমি জুনিয়র আর্টিস্টের কাজ করেছি। বিয়েতে ফটোগ্রাফির কাজ করেছি। মুম্বইয়ে গিয়ে কাজের চেষ্টা করেছি। অবশেষে সুশান্ত (পরিচালক) যে সুযোগটা দিলেন, তাতে খুব ভাল লাগছে।”
সবশেষে, ধারাবাহিকের পরিচালক সুশান্ত দাস জানান, “প্রথমে ভেবেছিলাম পুরানো অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কাজ করব। কিন্তু পরে ভাবলাম নতুন ছেলেমেয়েদের নিয়ে কাজ করলে সবাই তাদেরকে চিনবে, গল্প নিয়েও চর্চা হবে।”