ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, আর্য দাশগুপ্তর সঙ্গে আরাত্রিকার প্রেমের গুঞ্জন। প্রেমের সম্পর্ক নিয়ে মুখে কিছু প্রকাশ না করলেও ইতিমধ্যেই নিজেরা নিজেদের ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আর্যর সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই ইনস্টাগ্রামে আরাত্রিকার পোস্ট দেখে হতবাক নেটপাড়া।
এদিন ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের সহ-অভিনেতা সপ্তর্ষি রায়ের ছবি পোস্ট করে আরাত্রিকা লেখেন, ‘ভালো না বাসলেও ভালোবাসি!’ তবে কি আর্য দাশগুপ্ত নয়, বরং ছোটপর্দার শৌর্য ওরফে সপ্তর্ষি রায়ের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়ালেন ছোটপর্দার রাইপূর্ণা ওরফে আরাত্রিকা মাইতি।
আদতে বিষয়টা সেটা নয়, সপ্তর্ষি রায়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আরাত্রিকা লেখেন, “শুভ জন্মদিন বন্ধু,’আমি তোমাকে আকাশ সমান….’ ভালো না বাসলেও ভালোবাসি!’ সব স্বপ্ন পূরণ হোক! পরিবার ,আপনজনদের নিয়ে সুখে-শান্তিতে থাক!”
পোস্ট দেখে বোঝাই যাচ্ছে,অনস্ক্রিন হোক কিংবা অফস্ক্রিন সহ-অভিনেতা ছাড়াও তাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক ঠিক ততটাই মজবুত। অন্যদিকে গতমাসে আরাত্রিকার জন্মদিনেও শুভেচ্ছা জানাতে দেখা যায় সপ্তর্ষিকে।