বাংলা সারেগামাপার ফিনালে বিজয়ী প্রতিযোগীকে নিয়ে একেবারেই খুশি নন দর্শক। অনেকেই মনে করেছিলেন আরাত্রিকা পাবে সেই ট্রফি। তবে প্রথম তিনেও জায়গা পায়নি সে। যদিও তার থলেতে কালিকাপ্রসাদ স্মৃতি পুরস্কার জুটেছে।
নিজের সুরেলা কণ্ঠে দর্শকদের প্রথম থেকেই মনোরঞ্জন করে এসেছে এই শিল্পী। তাকে খুদে কমরেড তকমা দেওয়া হয়েছে। তবে তার প্রথম তিনে জায়গা হবে না কল্পনা করতে পারেনি দর্শক। যদিও তাতে মন খারাপ নেই আরাত্রিকার। বরং নতুন অধ্যায় শুরু করল সে।
সারেগামাপা শেষ হতেই এবার শো এর সুযোগ পেল আরাত্রিকা। নিজেই সেই খবর শেয়ার করলেন গায়িকা। ভদ্রেশ্বরের কোনও অনুষ্ঠানে মঞ্চ গান গাওয়ার জন্য ডাক পেয়েছেন আরাত্রিকা। সেই খবর শেয়ার করতে সকলেই শুভ কামনা জানিয়েছেন।