সদ্য অনুষ্ঠিত হয়েছিল ধীরুবাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান। এদিন পারফর্ম করতে দেখা বলিউডের স্টার কিডদের। এদিন মঞ্চে স্টার কিডদের মধ্যে সবচেয়ে নজর কেড়েছিলেন বচ্চন পরিবারের ছোট কন্যা আরাধ্যা এবং শাহরুখের ছেলে আব্রাম।
তবে কিছুদিন আগেই ঐশ্বর্য এবং অভিষেকের বিচ্ছেদ নিয়ে যেখানে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছিল সেখানে মেয়ের স্কুলের পারফর্মেন্সে তাদের একসঙ্গে দেখে অবাক নেটিজেন। শুধু একসঙ্গেই নয় উপস্থিত অন্যান্য তারকাদের মতো শাহরুখ খানের ‘দিওয়াঙ্গি দিওয়াঙ্গি’ গানে নাচতে দেখা গেল তাদের।
View this post on Instagram
এদিকে স্কুলের স্টেজে জমিয়ে নাচল আরাধ্যা, তার নাচ দেখে মেয়ের নাচের দৃশ্য গর্বের সাথে ক্যাপচার করে মাম্মা। অন্যদিকে নাতনিকে স্টেজ পারফর্মেন্স করতে দেখে আনন্দে আত্মহারা দাদু অমিতাভ বচ্চনও। নাতনির নাচ দেখে মুগ্ধ হয়ে যায় বিগ বি।
View this post on Instagram