গায়ে হলুদ! চুপিসারে বিয়ে করছেন ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ খ্যাত অয়ন্যা চট্টোপাধ্যায়, পাত্র ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেতা

অয়ন্যা চট্টোপাধ্যায়
ছবিঃ এই সময়

এই সময়ের পেজের তরফ থেকে একটি ছবি সামনে এসেছে। আর এই ছবিটি জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ এর নায়িকা অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায়কে ঘিরে। ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকের পর থেকে এখনো পর্যন্ত তাকে আর ছোটপর্দায় দেখা যায়নি।

আচমকাই তার ছবি ঘিরে হই চই। ছবিতে দেখা যাচ্ছে কনের বেশে অয়ন্যা। আরেকটি ছবিতে গায়ে হলুদ হচ্ছে। তাহলে কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ছোটপর্দার সকলের প্রিয় কমলা।

অয়ন্যা চট্টোপাধ্যায়

একেবারেই নয়, আসলে অভিনেত্রীর কোনও নতুন প্রোজেক্ট আসতে চলেছে। তবে আন্দাজ করা যাচ্ছে কোনও মিউজিক ভিডিও। কারণ অয়ন্যা চট্টোপাধ্যায়ের পাশে দেখা মিলছে গায়িকা দেবলীনা নন্দীর।

অয়ন্যা চট্টোপাধ্যায়
ছবিঃ এই সময়

নতুন প্রোজেক্টে অয়ন্যার সঙ্গী জানেন কে? তিনি হলেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ব্লগার এবং অভিনেতা সায়ক চক্রবর্তীর। হ্যাঁ, সায়কের গায়ে হলুদের ছবি ভাইরাল হয়েছে। আর বোঝাই যাচ্ছে অয়ন্যা এবং সায়ক এবার নতুন প্রোজেক্টে কাজ করতে চলেছে।