মাত্র ৫০ সেকেন্ডে ১১ জন শিল্পীর কণ্ঠ অনুকরণ করে পাসুরি গান গেয়ে তাক লাগল এক যুবক, অবাক নেটিজনে

যুবক

২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং গান ছিল সালে আলি শেঠি এবং শেয় গিলের গাওয়া পাসুরি গানটি। শ্রোতাদের মনে এই গান একপ্রকার ঝড় তুলেছিল। ২০২৩ সালে এই জ্ঞানের রিমেক হয়। যাতে অরিজিৎ সিংয়ের কণ্ঠে ব্যবহৃত হয় কার্তিকের সত্য প্রেম কী কথা ছবিতে। সেই সময় অরিজিতের রিমেক বেশ ভাইরাল হয়।

এবার সোশ্যাল মিডিয়ায় সেই গান গেয়ে তাক লাগালেন এক যুবক। মিউজিকা নামক একটি পেজের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি পাসুরি গানটি। শুধু গাইছেন তা নয়, মাত্র ৫০ সেকেন্ডে ১১ জন শিল্পীর কণ্ঠ অনুকরণ করে গাইছেন।

অরিজিৎ সিং, সোনু নিগম, বিশাল মিশ্র, কৈলাশ খের, কেকে, জুবিন নটিয়াল, বি প্রাক, পাপন, জাভেদ আলি, প্রমুখ শিল্পীদের কণ্ঠ নকল করে গাইছেন। ওই ব্যক্তির গান শুনে তো অবাক নেটিজেন। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে। ইতিমধ্যে কয়েক লাখ পার হয়েছে ভিউজের সংখ্যা।