‘আমাকে নিয়ম বোঝাতে বসবেন না…’, কেবিসির মঞ্চে অমিতাভ বচ্চনের সাথে ‘অসভ্য’ আচরণ খুদে বালকের, বাচ্চাদের শিক্ষা নিয়ে নিন্দার ঝড় নেট দুনিয়ায়

কেবিসি

বর্তমান জেনারেশনের মধ্যে শিক্ষার অভাব, অভদ্র ব্যবহার মাঝেমধ্যেই চোখে পড়ে। তবে সেটা যদি খুদেদের থেকে মেলে তা সত্যিই দৃষ্টিকটু। সেরকমই এক ঘটনা ঘটল  ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে।

সম্প্রতি খেলতে অমিতাভ বচ্চনের সাথে খেলতে এসেছিলেন এক ছোট খুদে। আর তার ব্যবহার দেখে রীতিমত নিন্দার ঝড় নেট পাড়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

এই বাচ্চে ছেলেটি শুধু অভারস্মার্ট নয়, বরং ইঁচড়ে পাকা, এমনটাই মত নেটিজেনদের। ঠিক কি ঘটেছে। অমিতাভের সঙ্গে অত্যন্ত অভদ্র আচরণ করেছে সে। তার পারিবারিক শিক্ষা নিয়েও প্রশ্ন উঠছে।

বাচ্চা ছেলেটির নাম ঈশিত। সে এসেছিল গুজরাতের গান্ধীনগর থেকে। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭তম সিজ়নের অন্যতম প্রতিযোগী হিসাবে খেলতে আসে। শুরুতেই অমিতাভকে সে বলে,  “আমি সব নিয়ম জানি। তাই আমাকে এখন নিয়ম বোঝাতে বসবেন না যেন।”

অমিতাভ বচ্চনকে বারবার অপশন দিতে বাঁধা দেয় সে। এমনি বিগ বি কে বলার সময়ও সে দেয় না। তবে খুদে বালকের এই অভদ্র আচরণ খুব ঠাণ্ডা মাথায় সামাল অমিতাভ বচ্চন। তিনি জানান, “বিকল্প দিতেই হবে এটাই নিয়ম।”

এই খেলার নিয়ম অনুযায়ী, কোনও প্রতিযোগী উত্তর দিলেন তাকে অমিতাভ জিজ্ঞেস করেন ‘লক করা হবে কিনা’। এই বাচ্চাটিকে জিজ্ঞেস করলে সে বলে “স্যর, একটা কেন, ওই উত্তরে চারটে ‘লক’ লাগিয়ে দিন। কিন্তু, ‘লক’ করুন।” আবার রামায়ণ নিয়ে প্রশ্ন করলে সে নিজেই অপশন চেয়ে নেয়। যদিও ভুল উত্তর দিয়ে খালি হাতেই ফিরতে হয়েছে সেই বালকে।