“ভীষণ ভাল অভিনেত্রী, মেয়েটাকে দেখি আর অবাক হই…”, দিতিপ্রিয়ার অভিনয়ে মুগ্ধ জিতু

জিতু কমল

টিভির পর্দায় ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নিয়ে দর্শকের উত্তেজনা একেবারে তুঙ্গে। এই মুহূর্তে ধারাবাহিকে আর্য -অপর্ণা ওরফে জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের জুটি বেশ চর্চায়। সম্প্রতি দিতিপ্রিয়াকে ঘিরে জিতু কমলের পোস্ট শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

ধারাবাহিকে দিতিপ্রিয়ার সাথে রোমান্টিক দৃশ্যে ছবি পোস্ট করে জিতু লেখেন, ‘বছর ২২-২৩-য়েই এই ঝড় তুলছে! ২৫-৩০-তে তো সাইক্লোন হবেই। কংক্রিটের মজবুত ঘর বানান। না হলে আপনার ঘর ভেঙে পড়বে।’

নায়িকার প্রশংসায় জিতু আরও বলেন, ‘ওর এই ধৈর্য, এই অধ্যবসায়, দুটো ভিন্ন মেরুর বিষয়ের মধ্যে ভারসাম্য রক্ষার ক্ষমতা, ওর শিক্ষা— ও যে কোনও পুরুষকে আকৃষ্ট করবে।’ ফের রসিকতার মেজাজে বলেন, ‘২৩-এর দিতিপ্রিয়ার চাউনিতে অনেক পুরুষই কাবু! খুব ছোট তো, তাই হয়তো বলতে পারেন না।’

এরপরেই রসিকতা করে লেখেন, ‘চাউনি দেখেছেন ম্যাডামের!’ তবে পর্দার মত বাস্তবেও প্রেমের হাওয়া লাগল জিতুর? একগাল হেসে আনন্দবাজার ডট কম কে জিতু জানান, ‘কী যে বলেন! ও কত ছোট বলুন তো? কী ভীষণ নিষ্পাপ, সরল। জানেন, মেয়েটাকে মনোযোগ দিয়ে দেখি আর অবাক হয়ে যাই। এক দিকে অভিনয় করছে। আবার পড়াশোনা করে একের পর এক পাশ করছে! কী করে পারে?’

তবে সোশ্যাল মিডিয়ায় যে জিতু অপর্ণা নাকি বাস্তবেও… এর পরেই জিতু বলেন, ‘তার মানে আমরা হিট। যাঁরা বলছেন তাঁদের বলবেন, দিতিপ্রিয়ার প্রতি আমার প্রচণ্ড স্নেহ রয়েছে। শুধুই স্নেহ…।’

 

View this post on Instagram

 

A post shared by The jeetu🇮🇳J.K (@jeetu_kamal)