‘দিদি নাম্বার ওয়ান’ এর সাজেশন পড়ে উচ্চ মাধ্যমিক দিতে গিয়ে বিপদে পড়ল পরীক্ষার্থী, ভিডিও দেখে খিল্লি নেটিজেনদের

উচ্চ মাধ্যমিক

সোশ্যাল মিডিয়ায় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে। ভিডিওটি দেখে পরীক্ষার্থীকে নিয়ে কটাক্ষ করছেন নেটিজেনরা।

সম্প্রতি কিছুদিন আগে জি-বাংলার দিদি নাম্বার ওয়ান শোতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য সাজেশন দেওয়া হয়েছিল। আর সেই সাজেশন দেখেই পরীক্ষার হলে গিতে বিপাকে পড়তে হয় সেই পরীক্ষার্থীকে। দিদি নাম্বার ওয়ানে কোনও সাজেশন নাকি মেলেনি। তাই পড়ুয়া বিরক্ত হয়েছে।

ভিডিওতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বলতে শোনা যায়, দিদি নম্বর ১-এ বলল বাংলায় আসবে বুড়ির চরিত্র, ইংলিশে আসবে লোমভের চরিত্র। খাতা নিয়ে বসো, পেন নিয়ে বসো… কিচ্ছু আসেনি!’

আর এই ভিডিও ভাইরাল হতেই খিল্লি করছেন নেটিজেনরা। কেউ বলছেন, ‘ওকে বাঁধিয়ে রাখো কেউ, পরীক্ষা দিতে গেছে তাও আবার দিদি নাম্বার ওয়ানের সাজেশন দেখে।’

 

View this post on Instagram

 

A post shared by Bong Abeg (@bong.abeg)

সুত্রঃ bangla . hindustantimes . com