সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওটি অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় এবং বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে ঘিরে। এই ভিডিও ঘিরে আচমকাই তুমুল সমালোচনা হচ্ছে সমাজ মাধ্যমে।
মিঠাই ধারাবাহিকে দাদাই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী এবং পিসিমণির ভূমিকায় অভিনয় করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। মিঠাই ধারাবাহিকের কাজের সূত্রে অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী এবং স্বাগতা বসুর সঙ্গে খুব ভালো বন্ডিং।
কিছুদিন আগে অর্পিতা একটি পার্টি রেখেছিলেন। কথা সিরিয়ালের সহ-কর্মী এবং মিঠাই ধারাবাহিকের সহ-কর্মীদের নিয়ে। আর সেখানেই উপস্থিত ছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী এবং স্বাগতা বসু।। এই পার্টিতে দাদাই-ঠাম্মি আর পিসি অর্থাৎ শ্বজিৎ চক্রবর্তী এবং স্বাগতা বসু এবং অর্পিতার তিনজনের নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই সেই ভিডিও ঘরে নেতিবাচক মন্তব্য ভরে ওঠে।
অর্পিতার নাচের অঙ্গভঙ্গি নিয়ে তুমুল কটাক্ষ ধেয়ে আসে। কেউ বলছেন, “ছি ছি বুড়ো বয়সে ভীমরতি”। তো আবার কেউ লিখেছেন, “বাবার বয়সি লোকের সঙ্গে এ ভাবে নাচ করছেন”।
যদিও নিন্দুকের কটাক্ষ চুপ করে চুপ থাকেননি অর্পিতা। অভিনেত্রী জানিয়েছেন, “নিজের বাবার সঙ্গে আমার যেমন সমীকরণ ছিল, এখানেও ঠিক তাই। আর মেয়ে হিসাবে মা-বাবার সঙ্গে ঠিক যেভাবে ব্যবহার করা উচিত, তাই-ই করেছি। তবে, ভাল মন্তব্য পড়তে ভাল লাগলে। খারাপ শোনার ক্ষমতাও আমাদের রাখা উচিত। সেটা আমার আছে।”